
সড়কে আটকে ট্রাম্পকে ম্যাক্রোঁর ফেন
- ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:০০

ইসরায়েল ইস্যুতে সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না মার্কিন প্রেসিডেন্ড ডোনাল্ড ট্রাম্প ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়্যেল ম্যাক্রোঁর। তবে এখনও তলানিতেও ঠেকেনি। তার প্রমাণ পাওয়া গেল সম্প্রতি এক ঘটনায়। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের রাস্তায় আটকা পড়ে ট্রাম্পকে ফোন দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট। তবে ট্রাম্পের গাড়িবহরের কারণে আটকা পড়ে তিনি নিউইয়র্কের রাস্তায় আধা ঘণ্টা হেঁটে যান বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্যা গার্ডিয়ান।
সোমবার (২২ সেপ্টেম্বর) ঘটনাটি ঘটে ফ্রান্সের প্রেসিডেন্ট জাতিসংঘে এক অনুষ্ঠানে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পর।
দ্যা গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, ইমানুয়েল ম্যাক্রোঁ আটকা পড়ার একপর্যায়ে গাড়ি থেকে নেমে পুলিশ কর্মকর্তাদের অনুরোধ করলেন তাকে রাস্তা পার হতে দেওয়ার জন্য। কিন্তু কাজ হওয়ায় সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে ফোন করে জানান নিজের ‘দুরবস্থার’ কথা।
দ্যা গার্ডিয়ান জানায়, স্থানীয় একজন সাংবাদিক এ ঘটনার ভিডিও করেছেন। তাতে দেখা যায়, মার্কিন প্রেসিডেন্টের গাড়িবহর আসবে বলে পুলিশ কর্মকর্তারা ম্যাক্রোঁর গাড়ি আটকে দেওয়ার পর তিনি গাড়ি থেকে নেমে তাদের সঙ্গে কথা বলতে যান। এ সময় একজন পুলিশ কর্মকর্তাকে তার দেশের কনস্যুলেটে যাওয়া দরকার বলে ফ্রান্সের প্রেসিডেন্টকে বলতে শোনা যায়।
জবাবে ওই পুলিশ কর্মকর্তা ম্যাক্রোঁকে বলেন, আমি দুঃখিত প্রেসিডেন্ট, আমি সত্যিই দুঃখিত। সব কিছু থেমে গেছে। এখনই একটি গাড়িবহর (ট্রাম্পের) আসছে।
তখন ফরাসি প্রেসিডেন্ট খালি রাস্তার দিক তাকিয়ে বলেন, আমি তো এটা (গাড়িবহর) দেখছি না। আমাকে রাস্তা পার হতে দিন।
এ সময় সড়ক আটকে দেওয়া ধাতব প্রতিবন্ধকের পাশে দাঁড়িয়ে নিজের ফোন বের করেন প্রেসিডেন্ট ম্যাক্রোঁ। তিনি সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে ফোন করেন। ওই প্রতিবন্ধকের দিকে ঝুঁকে তিনি ফোনে হাসতে হাসতে বলেন, কেমন আছেন? আন্দাজ করুন তো কী ঘটেছে? আমি রাস্তায় অপেক্ষা করছি। কারণ, সবকিছু আপনার জন্য থেমে গেছে।
পরবর্তী সময়ে ম্যাক্রোঁকে গাড়ি রেখে পায়ে হেঁটে রাস্তায় চলার অনুমতি দেওয়া হয়। ফোনে কথা বলতে বলতে তিনি রাস্তায় হেঁটে চলেন।
ভিডিও ধারণ করা সাংবাদিক জানান, ম্যাক্রোঁ তার নিরাপত্তা দলের সঙ্গে প্রায় ৩০ মিনিট হাঁটেন। চলতি পথে থামেন এবং পথচারীদের মধ্যে যারা অনুরোধ করেন, তাদের সঙ্গে ছবি তোলেন। এ সময় একজন পুরুষ তার কপালে চুমু খান।