
নোবিপ্রবি'র 'চলো পাল্টাই ফাউন্ডেশন'র নেতৃত্বে নুরুন নবী-সাইফুল্লাহ
- ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৬

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) স্বেচ্ছাসেবী সংগঠন চলো পাল্টাই ফাউন্ডেশনের আগামী এক বছরের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে বাংলা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের মো: নুরুন নবীকে সভাপতি ও বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো: সাইফুল্লাহ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫শে সেপ্টেম্বর) বিকালে সংগঠনটির চেয়ার অব বোর্ড এবং সাবেক নেতৃবৃন্দের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়।
ঘোষিত কমিটিতে সহ -সভাপতি মো: মইন উদ্দিন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আসমা আতিকা তনু, অর্থ সম্পাদক আফনান সুলতানা জয়া, সহকারী অর্থ সম্পাদক সাখাওয়াত হোসেন খোকন, কমিউনিকেশন সেক্রেটারি মোসা: মাসুমা খাতুন, ডেপুটি কমিউনিকেশন সেক্রেটারি নাহিদা নাজনীন ও নাদের উর রহমান, পাবলিকেশন সেক্রেটারি মো: তৌফিকুল ইসলাম, ডেপুটি সেক্রেটারি অফ পাবলিকেশন সাহিদা সুলতানা বিথি ও আব্দুর রহিম পাটোয়ারী, শিক্ষা বিষয়ক সম্পাদক শাহরিয়ার ইসলাম, সহকারী শিক্ষা বিষয়ক সম্পাদক হাফসা আক্তার ও তৌফা সরকার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সুমাইয়া আহমেদ সামিয়া, সহকারী স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বিবি হালিমা জবা ও সাজেদুর রহমান, সমাজ সচেতনতা বিষয়ক সম্পাদক মো: লোকমান হোসেন, সহকারী সমাজ সচেতনতা বিষয়ক সম্পাদক তাজমিলুর রহমান সিফাত ও আব্দুল্লাহ মোহাম্মদ আনান র্নিবাচিত হয়েছেন।
এছাড়া বঞ্চিত শিশু বিষয়ক সম্পাদক সুমাইয়া আক্তার বৃষ্টি, সহকারী বঞ্চিত শিশু বিষয়ক সম্পাদক সাইমা নুর জেমি ও অন্তর হাসিন রহমান সুহাস, দূর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক আলভি মোহসিনা, সহকারী দূর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক সাহীনুর আক্তার ও প্রশান্ত কুমার সরকার, পরিবেশ বিষয়ক সম্পাদক পলাশ রায়, সহকারী পরিবেশ বিষয়ক সম্পাদক সানিনা নাহার ইরিন ও মো: রেদওয়ানুল্লাহ প্রমুখ। কার্যকরী সদস্য হিসেবে আছেন দেবলিনা মোহান্ত রূপকথা, মোস্তাকিম মুশফিক, শেখ সাদিউর রহমান জিম, মো: ইসমাইল, নাজিম উদ্দিন, তাসমিনা জান্নাত, কাজী শফিউল বাশার সামী।
সংগঠনের নব নির্বাচিত সভাপতি মো: নুরুন নবী বলেন, "সংগঠন বিগত বছরের ন্যায় সকলকে সাথে নিয়ে মানুষের কল্যাণে কাজ করে যাবো। এটা আমাদের জন্য একটা সুযোগ। আমরা আপ্রাণ চেষ্টা করবো সংগঠনের মূলনীতি অনুযায়ী কাজ করার। অতীতের শিক্ষা নিয়ে কাজ করে যেতে চাই। চলো পাল্টাই ফাউন্ডেশন সামাজিক দায়বদ্ধতা থেকে মানুষের কল্যাণে অব্যবসায়ীক মনমানসিকতা নিয়ে যেকোনো কাজ করে গেছে, আমরাও যাবো।"
সাধারণ সম্পাদক মো: সাইফুল্লাহ বলেন, নতুন দায়িত্ব পাওয়া আমাদের জন্য একদিকে যেমন গৌরবের, অন্যদিকে তেমনি বিশাল চ্যালেঞ্জও। তিনি বলেন, আমাদের মূল লক্ষ্য হচ্ছে মানবতার কল্যাণে কাজ করা, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষার্থীদের একত্রিত করে সেবামূলক কাজ চালিয়ে যাওয়া এবং বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরা। ইতোমধ্যেই চলো পাল্টাই ফাউন্ডেশন নোবিপ্রবি শীতবস্ত্র বিতরণ, দুর্যোগকালীন সহযোগিতা, রক্তদান কার্যক্রমসহ নানা সামাজিক উদ্যোগ সফলভাবে সম্পন্ন করেছে।