বিএনপি নেতা

আ.লীগকে নিঃস্বার্থভাবে ক্ষমা চাইতে হবে

বিএনপি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, আওয়ামী লীগকে নিঃশর্তভাবে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে।

আজ বুধবার (০১ অক্টোবর) দুপুরে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে আজহার-শফিক ফাউন্ডেশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে ‘প্রবীণদের নিয়ে ভাবনা ও প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নে এ মন্তব্য করেন তিনি।

এ সময় বিএনপির এই নেতা বলেন, ‘আওয়ামী লীগের কার্যক্রমের বৈধতার বিষয়ে আইন-আদালত বা সরকার নয়, সিদ্ধান্ত নেবে জনগণ। গণহত্যাকারী, গুম-খুনের সাথে যারা জড়িত তাদের বিচার নিশ্চিত করতে বিএনপি সোচ্চার।’

ডা. জাহিদ বলেন, ‘আওয়ামী লীগকে নিঃশর্তভাবে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে, ক্ষমা করবে কি না সেই সিদ্ধান্ত জনগণ নেবে।’

তিনি আরও বলেন, ‘সব জেনারেশনের মধ্যে সমন্বয় ঘটাতে না পারলে টিকে থাকা সম্ভব হবে না। ৪৭ আর ৭১ থেকে শিক্ষা না নিলে ২৪-কেও ধরা রাখা সম্ভব হবে না।’