১ কোটি ২০ লাখ শেয়ার বিক্রি, বাজারে উদ্বেগ

শেয়ার

শেয়ারবাজারে তালিকাভুক্ত এনআরবিসি ব্যাংকের উদ্যোক্তা পরিচালক মো. সৈয়দ মুনসিফ আলী সম্প্রতি চার ধাপে বিপুল পরিমাণ শেয়ার বিক্রি করেছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্যানুযায়ী, তিনি মোট ১ কোটি ২০ লাখ শেয়ার বিক্রি করেছেন। বর্তমানে তার হাতে অবশিষ্ট রয়েছে ১৩ লাখ ৫৪ হাজার ৬৪৫টি শেয়ার।

ডিএসই জানায়, প্রথম দফায় তিনি গত ২৬ আগস্ট ৩০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দেন, যা ৪ সেপ্টেম্বর বিক্রি সম্পন্ন হয়। দ্বিতীয় দফায় ৯ সেপ্টেম্বর ঘোষণার পর ১৫ সেপ্টেম্বর আরও ৩০ লাখ শেয়ার বিক্রি করেন।

তৃতীয় দফায় ২১ সেপ্টেম্বর আবারও ৩০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়ে ২৮ সেপ্টেম্বর সকালে তা সম্পন্ন করেন। সর্বশেষ ২৯ সেপ্টেম্বর বিকেলে চতুর্থ দফায় আরও ৩০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দেন, যা ৩০ অক্টোবরের মধ্যে সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

সব মিলিয়ে আগে তার হাতে ছিল ১ কোটি ৪৩ লাখ ৪ হাজার ৬৪৫টি শেয়ার। চার দফায় ১ কোটি ২০ লাখ শেয়ার বিক্রির পর বর্তমানে হাতে আছে মাত্র ১৩ লাখ ৫৪ হাজার ৬৪৫টি শেয়ার।

বাজারসংশ্লিষ্টদের মতে, উদ্যোক্তা পরিচালকের এ ধারাবাহিক শেয়ার বিক্রি বিনিয়োগকারীদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে ডিএসই জানিয়েছে, সব লেনদেন আইনসঙ্গতভাবে এবং নিয়ম মেনেই সম্পন্ন হয়েছে।