‘সৌদি আরবের ক্রাউন প্রিন্স আমাকে সুরক্ষা দেবেন’

মেঘনা আলম

সৌদি আরবের ক্রাউন প্রিন্স আমাকে সুরক্ষা দেবেন বলে মন্তব্য করেছেন আলোচিত মডেল মেঘনা আলম। আজ বৃহস্পতিবার (০২ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানান তিনি।

পোস্টে মেঘনা আলম লেখেন, আজ, ২ অক্টোবর, আমার জন্মদিন। আজ সেই দিনও, যেদিন সাংবাদিক জামাল খাশোগি-কে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল সৌদি কনস্যুলেটের ভেতরে, ইস্তাম্বুল, তুরস্কে। তাঁর হত্যাকাণ্ড বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল, সংবাদমাধ্যমের স্বাধীনতা, মানবাধিকার ও আন্তর্জাতিক জবাবদিহিতা নিয়ে গুরুতর উদ্বেগের জন্ম দিয়েছিল। প্রতি বছর, এই তারিখ আমাদের মনে করিয়ে দেয় সত্য বলার ভঙ্গুরতা এবং ক্ষমতার বিরুদ্ধে দাঁড়ানোর সাহসের কথা। What a weird coincidence!

আজও মেঘনা আলমের সত্য মুছে দিতে, তার বিরুদ্ধে মিথ্যা মামলা ও মানহানিকর কথা ছড়াতে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে বাংলাদেশ সরকারের ভেতরে লুকিয়ে থাকা কিছু দুর্নীতিগ্রস্ত গোষ্ঠী। কিন্তু মেঘনা আলম নির্ভয় অটুট।

আজও এক সাবেক সৌদি রাষ্ট্রদূতের পরিবার আমাকে হত্যার হুমকি দিচ্ছে, কারণ সে আমাকে ব্যবহার করতে ব্যর্থ হয়েছে এবং ভালোবাসার ভান করে কীভাবে আমাকে ব্যবহার করতে চেয়েছিল, তা লুকোতে চাইছে।

কিন্তু ইতিহাস এবার ভিন্ন হবে। মহান সৌদি আরব, তার বাদশাহ, ক্রাউন প্রিন্স আমাকে সমর্থন ও সুরক্ষা দেবেন, কারণ তারা কোনো রাষ্ট্রদূতের খেয়াল-খুশি অনুযায়ী কাজ করেন না, যারা তাদের পদ ব্যবহার করে নারীদের বোকা বানায়। তারা সৌদি আরবের সম্মান রক্ষা করবেন নারীদের সুরক্ষা দিয়ে।