
অন্যের বাড়ি মুরগি যাওয়ায় কুপিয়ে হত্যা
- ০৪ অক্টোবর ২০২৫, ১১:৫৩

যত দিন যাচ্ছে ততই যেন অমানবিক হয়ে উঠছে মানুষ। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঘটছে তুলকালাম কাণ্ড। এমনই এক নজির পাওয়া গেল ময়মনসিংহে। জেলাটিতে প্রতিবেশীর জায়গায় মুরগি যাওয়াকে কেন্দ্র করে এক নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।
শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যার পর ঈশ্বরগঞ্জ সদর ইউপির খৈরাটি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের নাম রওশনারা (৬০)। তিনি ওই গ্রামের মৃত আব্দুল জলিলের স্ত্রী। আর গ্রেপ্তারকৃতরা হলেন মোস্তফা, সাখাওয়াত ও সাজ্জাদ।
এলাকাবাসী ও পুলিশ জানায়, নিহত রওশনারার পরিবারের সঙ্গে বাড়ির সীমানা নিয়ে পূর্ব বিরোধ ছিল প্রতিবেশী মোস্তফার পরিবারের। এর মধ্যে গতকাল সন্ধ্যায় রওশনারার একটি মুরগি মোস্তফাদের বাড়িতে যায়। এরপর সেই মুরগি আনতে গেলে মোস্তফা ও তার মা সালেমা বেগমসহ পরিবারের অন্য সদস্যরা তাদের বাড়িতে মুরগি কেন গেল, এ নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে সাখাওয়াত দা দিয়ে কুপিয়ে রওশনারাকে গুরুতর আহত করে।
স্থানীয় লোকজন তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য ঈশ্বরগঞ্জ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ময়মনসিংহ হাসপাতালে নেওয়ার পর দায়িত্বরত চিকিৎসক রওশনারাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পুত্রবধূ হাফসা আক্তার অভিযোগ করে বলেন, সন্ধ্যা হয়ে গেলে আমাদের একটি মুরগি ঘরে ওঠেনি। পরে আমার শাশুড়ি এদিক-সেদিক খুঁজতে থাকলে প্রতিবেশী এক চাচি এসে জানায় মোস্তফাদের ঘরের পেছনে কলাগাছের পাশে মুরগি বসে আছে। সেই মুরগি আনতে গেলে মোস্তফার ছেলে সাখাওয়াত আমার শাশুড়িকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ওসি ওবায়দুর রহমান বলেন, এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে রক্তমাখা দাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও বলেন, এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।