সেপ্টেম্বরে যত টাকা পাঠালেন প্রবাসীরা

রেমিট্যান্স

গত বছরের আগস্ট থেকেই দেশে রেমিট্যান্স পালে বইছে হাওয়া। সেই ধারা অব্যাহত রয়েছে। চলতি বছর সেপ্টেম্বরে প্রবাসীরা ২.৬৮ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা আগের বছরের একই সময়ের চেয়ে ১১.৭২ শতাংশ বেশি। ২০২৪ সালে সেপ্টেম্বরে রেমিট্যান্স এসেছিল ২.৪০ বিলিয়ন ডলার।

আজ রোববার (৫ অক্টোবর) বাংলাদেশ ব্যাংক এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গত আগস্টে রেমিট্যান্স এসেছিল ২.৪২ বিলিয়ন ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি বছর মার্চে ইতিহাসের সর্বোচ্চ ৩.২৯ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। আর মে মাসে দ্বিতীয় সর্বোচ্চ ২.৯৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স আসে দেশে।