সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
- ০৭ অক্টোবর ২০২৫, ০৯:০২
সিলেটের মোগলাবাজারে ‘পাহাড়িকা এক্সপ্রেস’ ট্রেন লাইনচ্যুত হয়েছে, এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম থেকে সিলেটগামী ট্রেনটি মোগলাবাজার এলাকায় লাইনচ্যুত হয়ে উল্টে যায়।
সিলেট রেলওয়ে থানার ওসি আবুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে এবং শিগগিরই রেল যোগাযোগ স্বাভাবিক করার চেষ্টা চলছে।