পাকিস্তানে হামলা

পাকিস্তান

জঙ্গি হামলা আর পাকিস্তান যেন ওতপ্রোতভাবে জড়িতে। দেশটিতে প্রায়ই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এবার পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে ভয়াবহ এক হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৭ জন পুলিশ সদস্য প্রাণ হারিয়েছেন। সেইসঙ্গে আহত হয়েছেন ১৩ জন পুলিশ সদস্য।

শুক্রবার (১০ অক্টোবর) খাইবার পাখতুনখোয়ার ডেরা ইসমাইল খানে এ হামলা ঘটে। শনিবার (১১ অক্টোবর) সন্ত্রাস দমন বিভাগ (সিটিডি) এ তথ্য জানায়। খবর দ্য ডনের। 

প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার রাতে ডেরা ইসমাইল খানের একটি পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে ‘সন্ত্রাসী হামলা’ চালানো হয়। পুলিশ হামলা প্রতিহত করে এবং পুলিশ বাহিনীর প্রতিশোধমূলক গুলিতে একজন আত্মঘাতী বোমারুসহ বেশ কয়েকজন হামলাকারী নিহত হয়। 

শনিবার সিটিডির একটি প্রতিবেদনে দেখা যায়, এই ঘটনায় সাত পুলিশ সদস্য নিহত এবং আরও ১৩ জন আহত হয়েছেন। ডেরা ইসমাইল খানের সহকারী কমিশনার মুহাম্মদ হামিদ সিদ্দিকীও ডনকে হতাহতের বিষয়টি নিশ্চিত করেন।

সিটিডির প্রতিবেদন অনুসারে, শুক্রবার রাত ৮টা ৩০ মিনিটে শোরকোট থানার সীমানার মধ্যে এই হামলাটি ঘটে। সন্ত্রাসীরা প্রশিক্ষণ কেন্দ্রের কাছে একটি জাতীয় ডাটাবেস এবং নিবন্ধন কর্তৃপক্ষের (নাদ্রা) অফিসও পুড়িয়ে দেয় বলে জানানো হয়।

এদিকে, ডিআই খান পুলিশের জারি করা এক বিবৃতিতে বলা হয়, পাঁচ ঘন্টা ধরে চলা গুলি বিনিময়ে পাঁচ সন্ত্রাসী নিহত হয়েছে। হামলার বিস্তারিত বর্ণনা দিয়ে বিবৃতিতে বলা হয়, গত রাতে ফিতনা আল খাওয়ারিজ সন্ত্রাসীরা প্রথমে রাত্তা কালাচি এলাকায় পুলিশ প্রশিক্ষণ স্কুলের গেটে বিস্ফোরক বোঝাই একটি ট্রাক ঢুকিয়ে দেয়, যার ফলে স্কুলের দেয়াল ধসে পড়ে।

মূলত, নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এর সন্ত্রাসীদেরকে ‘ফিতনা আল খাওয়ারিজ’ বলেও সম্বোধন করা হয়।