
এবার মাঠে বিমানবাহিনী
- ১৩ অক্টোবর ২০২৫, ০৯:২৪

মা ইলিশ সংরক্ষণে বিশেষ অভিযান চালাতে হেলিকপ্টার টহল দিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী। অবৈধভাবে ইলিশ আহরণকারীদের অবস্থান শনাক্তে এ বিমান নজরদারি পরিচালনা করা হয়।
রোববার (১২ অক্টোবর) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে পরিচালিত এই অভিযানটি ৪ অক্টোবর শুরু হয়ে ২৫ অক্টোবর পর্যন্ত চলবে।
এর অংশ হিসেবে রোববার সন্ধ্যা ৬টায় বিমানবাহিনীর একটি হেলিকপ্টার মুন্সীগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর জেলার বিভিন্ন নদ-নদীতে টহল দেয়। হেলিকপ্টারটি মুন্সীগঞ্জ সদর, লৌহজং, শিবচর, কালকিনি, জাজিরা, নড়িয়া ও ভেদরগঞ্জ উপজেলার নদীপথে নজরদারি মিশন সফলভাবে সম্পন্ন করে।
একই সময়ে আরেকটি হেলিকপ্টার খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার শরণখোলা থেকে শ্যামনগর পর্যন্ত সুন্দরবন ও দক্ষিণ-পশ্চিম উপকূল এলাকায় অবৈধ মাছ আহরণ রোধে টহল পরিচালনা করে।
আইএসপিআর জানায়, হেলিকপ্টারগুলোতে উচ্চক্ষমতাসম্পন্ন সার্চলাইট (নাইট সান) ও নাইট ভিশন গগলস (এনভিজি) ব্যবহার করা হচ্ছে, যা রাতের অন্ধকারেও কার্যকর নজরদারি নিশ্চিত করছে। আকাশ থেকে ভূমিতে সরাসরি যোগাযোগের মাধ্যমে মাঠ পর্যায়ের আইনশৃঙ্খলা বাহিনী ও মৎস্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় রক্ষা করা হচ্ছে।
এ ছাড়া, কুতুবদিয়া, বরিশাল ও ভোলা অঞ্চলেও বিমানবাহিনী একই ধরনের নজরদারি মিশন পরিচালনা করবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।