ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠন নিয়ে পরস্পরবিরোধী অবস্থান

ঢাকা কলেজ

রাজধানীর সাত সরকারি কলেজকে একত্র করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ গঠনের প্রস্তাবের প্রতিবাদে শহীদ মিনারে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি করেছে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।

সোমবার (১৩ অক্টোবর) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে এই প্রতিবাদ অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে।

এ সময় ঢাকা কলেজের ইন্টারমিডিয়েট পড়ুয়া শিক্ষার্থীরা বলেন, ‘আসন্ন ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশকে কেন্দ্র করে অন্য কলেজ উচ্চমাধ্যমিকে শিক্ষার্থীদের যে অস্তিত্বসংকট সৃষ্টি হয়েছে, তার পূর্ণাঙ্গ নিরসনের লক্ষ্যে- অস্তিত্বের সংগ্রাম’ ব্যানার নিয়ে আন্দোলনে অংশ নিয়ে এসব কলেজের শিক্ষকদের সঙ্গে একাত্মতা পোষণ করতে দেখা যায়।

ঢাকা কলেজের ইন্টারমিডিয়েট শিক্ষার্থীরা বলেন, আসন্ন ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশের কারণে আমাদের কলেজগুলোর উচ্চমাধ্যমিক পর্যায়ের অস্তিত্ব সংকটের মুখে পড়েছে। আমরা এই সংকটের পূর্ণাঙ্গ নিরসন চাই।

অংশগ্রহণকারীরা জানান, সরকার যদি নতুন বিশ্ববিদ্যালয় গঠন করতে চায়, তবে তা বিদ্যমান কলেজগুলোর কাঠামো নষ্ট না করে পৃথকভাবে করা উচিত। তারা বলেন, শিক্ষার মান উন্নয়ন বা প্রশাসনিক সুবিধার নামে কলেজের ঐতিহ্য ও স্বাতন্ত্র্য নষ্ট হতে দেওয়া হবে না।

এদিকে ​রাজধানীর সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫’ দ্রুত বাস্তবায়নের দাবিতে শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রা কর্মসূচি পালন করছেন। দাবি আদায়ের লক্ষ্যে তারা শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন। এতে করে শিক্ষা ভবন থেকে সচিবালয়ের দিকে সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

সোমবার (১৩ অক্টোবর) দুপুরে তারা অবস্থান কর্মসূচি পালন করেন।

এর আগে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা মিছিল নিয়ে শিক্ষা ভবনের সামনে জড়ো হন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে অন্য কলেজের শিক্ষার্থীরাও তাদের সঙ্গে যোগ দেন।

শিক্ষার্থীরা জানিয়েছেন, সরকার ঘোষিত প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় আইন দ্রুত বাস্তবায়নের কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ না থাকায় তারা চরম অনিশ্চয়তায় রয়েছেন। তাদের দাবি, আর কোনো কালক্ষেপণ না করে অংশীজনদের মতামতের ভিত্তিতে দ্রুত খসড়া হালনাগাদ করে অধ্যাদেশ জারি করতে হবে।

​আন্দোলনের দায়িত্বশীল মো. নাঈম হাওলাদার স্পষ্ট করে বলেছেন, অধ্যাদেশ জারির চূড়ান্ত দিনক্ষণ না জানানো হলে বর্তমান শিক্ষার্থীরা অধ্যাদেশ নিয়েই তবে পড়ার টেবিলে ফিরবেন।

প্রসঙ্গত, চলতি বছরের ২৬ মার্চ রাজধানীর সাত সরকারি কলেজকে পৃথক করে নতুন একটি বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা দেয় সরকার। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রস্তাবিত নাম নির্ধারণ করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’। কলেজগুলো হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাংলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ।