জেন-জি ঝড়ে সিংহাসন হারালেন প্রেসিডেন্ট

মাসাগাস্কার

জেন-জি ঝড়ে বিশ্বের কয়েকটি দেশের সরকার পতন হয়েছে। এবার আফ্রিকার দ্বীপরাষ্ট্র মাদাগাস্কারে জেন-জি (Gen-Z) নেতৃত্বাধীন সরকারবিরোধী বিক্ষোভের মুখে দেশ ছেড়েছেন প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা।

সোমবার (১৩ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স জানায়, তিনি ফরাসি সামরিক বিমানে করে প্যারিসে গেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন মাদাগাস্কারের বিরোধীদলীয় নেতা সিতেনি রান্দ্রিয়ানাসোলোনিয়াইকো।

তিনি বলেন, “আমরা প্রেসিডেন্টের দপ্তরে যোগাযোগ করেছি এবং নিশ্চিত হয়েছি, তিনি দেশ ত্যাগ করেছেন। সেনাবাহিনীর কিছু ইউনিট বিদ্রোহ করে বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেওয়ায় তিনি পালিয়ে গেছেন।”

এর আগে প্রেসিডেন্টের দপ্তর জানায়, স্থানীয় সময় সোমবার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন রাজোয়েলিনা। তবে সেই ভাষণ আর প্রচারিত হয়নি।

রয়টার্সকে মাদাগাস্কারের সামরিক বাহিনীর একটি সূত্র জানিয়েছে, প্রেসিডেন্ট রাজোয়েলিনা রোববার ফ্রান্সের একটি সামরিক বিমানে চড়ে দেশ ছেড়েছেন। ফরাসি সংবাদমাধ্যম RFI দাবি করেছে, তিনি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে সমঝোতায় পৌঁছেছেন।

গত ২৫ সেপ্টেম্বর মাদাগাস্কারে পানি ও বিদ্যুৎ সংকটের প্রতিবাদে জেন-জি তরুণদের নেতৃত্বে বিক্ষোভ শুরু হয়। এই আন্দোলন দ্রুত সরকারি দুর্নীতি, অব্যবস্থাপনা ও মৌলিক সেবা ঘাটতির মতো বৃহত্তর ইস্যুতে রূপ নেয়।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, এই সময়কালে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ২২ জন নিহত হয়েছেন।

প্রায় ৩ কোটি জনসংখ্যার দেশে গড় বয়স ২০ বছরের নিচে।৭৫ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করেন।স্বাধীনতার পর থেকে দেশের মাথাপিছু জিডিপি ৪৫ শতাংশ হ্রাস পেয়েছে।

দেশের অর্থনীতি মূলত নির্ভর করে ভ্যানিলা, নিকেল, কোবাল্ট, বস্ত্র ও চিংড়ি রপ্তানির ওপর।মাদাগাস্কারের তরুণদের এই বিক্ষোভ নেপাল, কেনিয়া এবং মরক্কোর মতো দেশেও প্রতিধ্বনি সৃষ্টি করেছে।