
ভাসানী সেতুতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ
- ১৪ অক্টোবর ২০২৫, ১১:১৮

গাইবান্ধায় দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৫ জন গুরুতর আহত হয়েছেন। গতকাল রাতে জেলার সুন্দরগঞ্জে মাওলানা ভাসানী সেতুতে এ দুর্ঘটনা ঘটে। এতে আহতদের মধ্যে ৩ জনকে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার দেয়া হচ্ছে এবং ২ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুটি মোটরসাইকেল বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসার সময় সেতুর মাঝখানে মুখোমুখি সংঘর্ষ ঘটে। দুর্ঘটনার তীব্রতায় আরোহীরা ছিটকে পড়ে গুরুতর আহত হন।
দ্রুত স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।