টিকিট কালোবাজারি ঠেকাতে কঠোর অভিযান, জরিমানা ১৭ লাখ

টিকিট

দীর্ঘদিন ধরেই রেলওয়েতে চলছে টিকিট কালোবাজারি। তবে এবার এ বিষয়ে নড়েচড়ে বসেছে সরকার। ‘টিকিট যার, ভ্রমণ তার’ নীতি বাস্তবায়ন ও টিকিট কালোবাজারি দমনে বিশেষ অভিযান চালাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। এ লক্ষ্যে ২৩টি টাস্কফোর্স গঠন করা হয়েছে, যারা ৬ অক্টোবর থেকে দেশের বিভিন্ন রুটে নিয়মিত অভিযান পরিচালনা করছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী এক বার্তায় এ তথ্য জানিয়েছেন।

বার্তায় বলা হয়, এসব টাস্কফোর্স ১২ অক্টোবর (রোববার) পর্যন্ত পরিচালিত অভিযানে মোট ৪ লাখ ৯৭ হাজার টাকা জরিমানা এবং টিকিটের মূল ভাড়াসহ ১২ লাখ ২৯ হাজার টাকা আদায় করেছে। অর্থাৎ সাত দিনে মোট আদায় দাঁড়িয়েছে ১৭ লাখ ২৬ হাজার টাকা।

অভিযান চলাকালে টাস্কফোর্স সদস্যরা ট্রেনে যাত্রীদের টিকিটে থাকা নাম ও জাতীয় পরিচয়পত্র নম্বর যাচাই করেন। এতে দেখা যায়, ৬ হাজার ২৭৮ জন যাত্রী বিনা টিকিটে ভ্রমণ করছেন এবং ১ হাজার ৮৫৩ জন অন্যের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে টিকিট কিনেছেন। এর মধ্যে রেলওয়ের পূর্বাঞ্চলে ৩ হাজার ২৫৭ জন বিনা টিকিটে ও ৯৮৬ জন অন্যের পরিচয়ে ভ্রমণ করতে গিয়ে ধরা পড়েন। অভিযানে নিয়মিত ভাড়া বাবদ ৪ লাখ ৭১ হাজার ৬৫০ টাকা ও জরিমানা বাবদ ২ লাখ ৬ হাজার ৪১৫ টাকা আদায় করা হয়, যা মোট ৬ লাখ ৭৮ হাজার ৬৫ টাকা।

অন্যদিকে পশ্চিমাঞ্চলে বিনা টিকিটে ভ্রমণকারী ৩ হাজার ২১ জন এবং অন্যের আইডি ব্যবহারকারী ৮৬৭ জন যাত্রী শনাক্ত হয়। তাদের কাছ থেকে নিয়মিত ভাড়া বাবদ ৭ লাখ ৫৪ হাজার টাকা এবং জরিমানা বাবদ ২ লাখ ৯০ হাজার ৮৭১ টাকাসহ মোট ১০ লাখ ৪৮ হাজার ৩০৭ টাকা আদায় করা হয়। অভিযানে টিকিট কালোবাজারির সঙ্গে জড়িত ৫৩টি মোবাইল নম্বর ব্লক করার সুপারিশ করা হয়েছে।

বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে ১৩টি এবং পশ্চিমাঞ্চলে ১০টিসহ মোট ২৩টি টাস্কফোর্স বর্তমানে মাঠে কাজ করছে। নিয়মিত টিকিট পরীক্ষা কার্যক্রমের পাশাপাশি এই বিশেষ অভিযান চলমান থাকবে বলে জানানো হয়েছে। টাস্কফোর্সের সদস্যরা টিকিট যাচাইয়ের পাশাপাশি যাত্রীদের সচেতন করতেও কাজ করছেন। তারা সতর্ক করে বলেন, কোনো যাত্রী টিকিট ছাড়া বা অন্যের টিকিট ব্যবহার করে ভ্রমণ করলে আইন অনুযায়ী জরিমানা বা কারাদণ্ডের মুখে পড়তে হবে।