চবি ক্যাম্পাসের আশেপাশে ছাত্রদলের নেতাকর্মী, আতঙ্ক

চবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। বুধবার (১৫ অক্টোবর) সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদের ১৫টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়।

এদিকে নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসের আশপাশে উত্তেজনা লক্ষ্য করা গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট এলাকার রফিক ছাত্রাবাসের সামনে শতাধিক বহিরাগত জড়ো হয়েছেন, যাদের মধ্যে অনেকে মোটরসাইকেলে করে এসেছেন। তাদের নেতৃত্ব দিচ্ছেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্যসচিব শরিফুল ইসলাম তুহিন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আরও স্থানীয় ছাত্রদল ও যুবদল কর্মীদের সেখানে সমবেত হতে দেখা গেছে।

এদিকে বাইরে রাজনৈতিক নেতাকর্মীদের অবস্থান নিয়ে আতঙ্ক দেখা দিয়েছে শিক্ষার্থীদের মাঝে। এছাড়া প্রার্থীরাও শেষ পর্যন্ত নির্বাচনের পরিবেশ কেমন থাকবে এ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।

শঙ্কা প্রকাশ করে সমাজতত্ত্ব বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী প্রতীক সিকদার বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এখানে শিক্ষার্থী বহিরাগতদের অবস্থান শোডাউন দেখলে শঙ্কার সৃষ্টি হয়। আমরা চাই না বাইরের কেউ আমাদের নির্বাচনে প্রভাব বিস্তার করুক। কর্তৃপক্ষকে বিষয়টি নিশ্চিত করতে হবে।

এ প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দীন বলেন, আমি বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ভেতরে অবস্থান করছি। বাইরে ছাত্রদলের নেতাকর্মীদের জড়ো হওয়ার বিষয়টি এসপিকে জানাচ্ছি। এই বিষয়টিতে তিনি অ্যাকশন নেবেন।

চাকসুর ২৬টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১৫ জন প্রার্থী, আর হল ও হোস্টেল সংসদের ২৪টি পদের জন্য লড়বেন ৪৯৩ জন। মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৫১৬ জন।