শ্রেণিকক্ষে ফেরার ঘোষণা

এমপিও

দীর্ঘ আন্দোলনের পর অবশেষে শ্রেণিকক্ষে ফেরার ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। সরকারের পক্ষ থেকে বাড়িভাড়া ভাতা মূল বেতনের ১৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত আসার পর তারা বুধবার থেকে শ্রেণিকক্ষে ফিরবেন বলে জানিয়েছেন।

মঙ্গলবার (২১ অক্টোবর) শহীদ মিনারে এক ঘোষণায় এ সিদ্ধান্ত জানান এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সভাপতি ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসাইন আজিজী।

তিনি বলেন, “আমাদের বড় দাবি পূরণ হয়েছে, এটি আমাদের জন্য এক বিশাল বিজয়। আন্দোলন করে প্রজ্ঞাপন পেয়েছি—এখন আমরা ঘরে ফিরছি। আগামীকাল থেকেই শ্রেণিকক্ষে ফিরব।”

দেলাওয়ার হোসাইন আজিজী বলেছেন, গত ৮ দিন ধরে শিক্ষকরা শ্রেণিকক্ষে যেতে পারেননি, যা ছিল আমাদের একটি ন্যায্য দাবি। তিনি জানান, বার্ষিক পরীক্ষার পূর্ব পর্যন্ত স্কুলটি শনিবার খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এই আট দিনের সময়টি পুষিয়ে দেওয়া হবে।

তিনি আরও বলেন, আমরা বুঝতে পারছি যে, সরকারের কাছে শুধুমাত্র আমাদেরই দাবি নেই, বরং শিক্ষক সমাজের মধ্যে বিভিন্ন গ্রুপ, স্বতন্ত্র, নন-এমপিও, সরকারি শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ নানা পেশাজীবীর দাবিও রয়েছে। সরকার আমাদের কাছে এই বিষয়ে সহযোগিতা চেয়েছে এবং আমরা একে অপরকে কিছু ছাড় দেওয়ার মাধ্যমে একটি সমাধানে পৌঁছেছি। আমাদের বড় দাবি, আলহামদুলিল্লাহ, প্রায় পূর্ণতা পেয়েছে। বাড়িভাড়া বিষয়ক প্রজ্ঞাপনটি আমরা হাতে পেয়েছি, যা ১৫ শতাংশ বাড়ানো হয়েছে।

মেডিকেল ভাতার বিষয়েও সরকারের পক্ষ থেকে ছাড় দেওয়া হয়েছে জানিয়ে দেলাওয়ার হোসাইন আজিজী বলেন, এটি আমাদের বড় অর্জন। আন্দোলন সফল হয়েছে এবং প্রজ্ঞাপন নিয়ে আমরা বাড়ি ফিরছি। সরকারের সঙ্গে আলোচনার পর যা সমাধান হয়েছে, তার জন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। আজকের পর থেকে আমাদের সব আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে।

এ সময় বিএনপি, জামায়াত, এনসিপিসহ সব রাজনৈতিক দলের নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।