দিল্লিতে বন্দুকযুদ্ধ, নিহত ৪
- ২৩ অক্টোবর ২০২৫, ১৪:১২
ভারতের রাজধানী দিল্লিতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে বিহারের ৪ শীর্ষ ফেরারি অপরাধী নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভোরে এ ঘটনা ঘটে বলে এনডিটিভি জানিয়েছে।
পুলিশ বলছে, রাত আড়াইটার পর গোলাগুলির ঘটনা ঘটে। নিহত এসব অপরাধী কুখ্যাত সিগমা গ্যাংয়ের সদস্য। তাদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ওই অপরাধী দলের সদস্যদের রাস্তায় আটকানোর চেষ্টা করলে পুলিশের দিকে গুলি ছুড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তারা। পরে পুলিশের পাল্টা গুলিতে আহত হয় অপরাধীরা। দ্রুত স্থানীয় হাসপাতালে নিলে তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসক।
দিল্লি পুলিশ জানায়, বছরের পর বছর ধরে সিগমা গ্যাং বিহারজুড়ে চাঁদাবাজি ও ভাড়াটে হত্যাকারী হিসেবে একের পর এক অপরাধ করে আসছিল। তাছাড়া, গ্যাংয়ের সদস্যরা বিহারের বিধানসভা নির্বাচনের আগে বড় ষড়যন্ত্রের পরিকল্পনা করছিল বলেও অভিযোগ রয়েছে।