বড়পর্দায় আসতে চান সাফা, তবে...
- ২৫ অক্টোবর ২০২৫, ১১:৩০
টেলিভিশন নাটকে জনপ্রিয়তা অর্জনের পর অধিকাংশ অভিনেতা-অভিনেত্রীর লক্ষ্য থাকে বড় পর্দায় অভিষেক ঘটানো। সাম্প্রতিক সময়ে ছোট পর্দার একাধিক তারকা সেই পথেই এগোচ্ছেন। নাটকে সাফল্যের পর চলচ্চিত্রে অভিনয় করছেন মেহজাবীন চৌধুরী, সাবিলা নূর ও তাসনিয়া ফারিণ। এ মাসের শুরুতে প্রথম সিনেমার শুটিং শুরু করেছেন তানজিন তিশা।
অনেকে এই প্রবণতাকে অভিনয়জগতের ইতিবাচক পরিবর্তন হিসেবে দেখছেন। তবে কেউ কেউ নাটকের শিল্পীদের সিনেমায় আসা নিয়ে কটূ মন্তব্যও করছেন। এসব নেতিবাচক প্রতিক্রিয়া নিয়ে হতাশা প্রকাশ করেছেন অভিনেত্রী সাফা কবির। তিনি জানিয়েছেন, এমন মন্তব্যে অনেক শিল্পী সাহস হারাচ্ছেন, তিনিও সিনেমায় কাজ করার সিদ্ধান্ত নিতে ভয় পাচ্ছেন।
সম্প্রতি এক অনুষ্ঠানে সাফা কবির জানান, তিনিও সিনেমায় অভিনয় করতে চান। তবে নেতিবাচক মন্তব্যে ভয় কাজ করছে তাঁর মধ্যে। সাফা বলেন, ‘বড় পর্দায় কবে আমাকে দেখা যাবে, এই প্রশ্নটা অনেক দিন ধরে শুনছি। আমিও নিজেকে সিনেমায় দেখতে চাই। কিন্তু এখন একটু ভয় হয়। সাম্প্রতিক সময়ে নাটকের অনেক ভালো ভালো অভিনেত্রী সিনেমা করছে। তবে তাদের কিছু মানুষ নাটকের নায়িকা বলে কটাক্ষ করছে। এই ধরনের মন্তব্য আমাকে নিরুৎসাহিত করছে। আমি এখন পর্যন্ত বড় পর্দায় আসিনি, কিন্তু এ ধরনের নেগেটিভ মন্তব্যের কারণে ভয় পেয়ে যাচ্ছি।’
গত কোরবানির ঈদে ‘তাণ্ডব’ সিনেমায় শাকিব খানের নায়িকা হয়েছিলেন সাবিলা নূর। এ সিনেমায় ছোট পর্দার অনেক শিল্পী অভিনয় করেছেন। সে সময় শাকিব খান বলেছিলেন, শিল্পীদের ছোট ও বড় পর্দা বলে ভেদাভেদ না করতে। সেই প্রসঙ্গে টেনে সাফা বলেন, ‘শাকিব খানের মতো তারকা এই ভেদাভেদ করতে না করেছেন। কিন্তু বাকিরা কেন করছেন? এটা আমার প্রশ্ন। ভেদাভেদের কথা শুনলে ভয় লাগে, খারাপ লাগে। এটা করা উচিত না। আমরা শিল্পীরা কিন্তু একটা পর্যায় থেকে আরেকটি পর্যায়ে যেতে চাই। তার জন্য প্রয়োজন সবার উৎসাহ ও ভালোবাসা।’
ইদানীং নাটকেও কম দেখা যাচ্ছে সাফা কবিরকে। কারণ হিসেবে অভিনেত্রী বলেন, ‘আমি কিছুদিন বিরতিতে ছিলাম। ক্যারিয়ারের ১১ বছর জার্নির পর এখন মনে হচ্ছে, নতুন কোনো গল্প ও চরিত্র পাচ্ছি না। পেলেও সেটা খুব কম। এই কারণেই কাজের পরিমাণটা কমে গেছে। তবে আশা করছি, আগামী মাসে সবাইকে একটা ভালো খবর দিতে পারব।’