আবু সাঈদকে নিয়ে মডেলের বিদ্রুপ, গ্রেপ্তারে আল্টিমেটাম

মারিয়া

সাম্প্রতিক সময়ে একাধিক বিতর্কিত কর্মকাণ্ডের কারণে সমালোচনার মুখে পড়েছেন তথাকথিত ‘সি-গ্রেড মডেল’ মারিয়া কিসপট্টা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, মারিয়া কিসপট্টা জুলাই গণঅভ্যুত্থানকে বিদ্রূপ করছেন। ভিডিওটিতে তিনি ঢাকার মিরপুর স্টেডিয়ামের ‘শহীদ আবু সাঈদ স্ট্যান্ড’-এর দিকে আঙুল তুলে গুলি করার ভঙ্গি করেন এবং ব্যঙ্গাত্মক হাসি দেন। ভিডিওটির ক্যাপশন হিসেবে তিনি লেখেন — “Target Locked”। এ ঘটনায় নেটিজেনদের মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে।

এছাড়া মারিয়া ‘আইনাঘর’-এ নির্যাতনের শিকার ভুক্তভোগীদের নিয়েও কটূ মন্তব্য করেন। তিনি দাবি করেন, “আমি মোনাশ ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট। আমার বাবা কোটি কোটি টাকা খরচ করেছেন আমাকে পড়ানোর জন্য — কোনো ‘ইডিয়ট’ হওয়ার জন্য নয়। তাই এসব অযৌক্তিক গল্পে আমি বিশ্বাস করি না।”

তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক নিন্দার জন্ম দেয়।

‘জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স’ (JRA) নামের সংগঠন মারিয়ার এই মন্তব্যকে “শহীদদের স্মৃতির প্রতি অবমাননা এবং গণঅভ্যুত্থানের চেতনার পরিপন্থী” বলে আখ্যা দিয়েছে।

সংগঠনটি এক বিবৃতিতে সরকারকে ২৪ ঘণ্টার মধ্যে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।

জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ বলেন,“মারিয়ার মতো কিছু ব্যক্তি গণঅভ্যুত্থান নিয়ে নেতিবাচকতা ছড়াচ্ছেন এবং শহীদদের স্মৃতিকে অপমান করছেন। স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি হুমকি যারা সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া জরুরি।”

সামাজিক মাধ্যমে অনেকে অভিযোগ করেছেন যে মারিয়া কিসপট্টা ক্ষমতাসীন দলের ঘনিষ্ঠ মহলের ‘পেইড এজেন্ট’ হিসেবে কাজ করছেন। যদিও এই অভিযোগের বিষয়ে তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।