গুগল ক্রম ব্যবহারকারীদের জন্য সুখবর
- ২৬ অক্টোবর ২০২৫, ১২:২০
গুগল ক্রোম ব্যবহারকারীদের জন্য সুখবর এসেছে! ব্রাউজারের সর্বশেষ আপডেটে যুক্ত হচ্ছে এমন এক স্মার্ট ফিচার, যা স্বয়ংক্রিয়ভাবে অপ্রয়োজনীয় ও বিরক্তিকর নোটিফিকেশন বন্ধ করে দেবে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেট জানায়, যদি কোনো ব্যবহারকারী দীর্ঘ সময় কোনো ওয়েবসাইটে প্রবেশ না করেন বা ইন্টারঅ্যাকশন বন্ধ থাকে, তাহলে ক্রোম নিজে থেকেই সেই সাইটের নোটিফিকেশন অনুমতি বাতিল করবে। ফলে ব্রাউজিংয়ের সময় বারবার নোটিফিকেশন ভেসে ওঠার ঝামেলা থেকে মিলবে স্বস্তি।
এই ফিচারটি ক্রোমের বিদ্যমান ‘সেইফটি চেক’ ফিচারের মতো কাজ করবে। গুগল জানিয়েছে, এটি ধীরে ধীরে অ্যান্ড্রয়েড ও ডেস্কটপ উভয় সংস্করণে চালু করা হবে।
ব্যবহারকারীরা চাইলে ক্রোমের সেটিংস থেকে এই স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ বন্ধ করার সুযোগও পাবেন।
ব্যবহারকারীরা গড়ে প্রাপ্ত নোটিফিকেশনের মাত্র ১ শতাংশেরও কম-এর প্রতি সাড়া দেন। তাই নতুন ফিচারটি চালু হলে অপ্রয়োজনীয় বার্তা কমে যাবে এবং গুরুত্বপূর্ণ নোটিফিকেশনে মনোযোগ বাড়বে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।