এমপিওভুক্ত শিক্ষকদের বেতন জমার নতুন তথ্য
- ২৬ অক্টোবর ২০২৫, ১৪:০১
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের জন্য অক্টোবর ২০২৫ মাসের বেতন বিল জমার নতুন লিংক প্রকাশ করেছে। শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা apps.emis.gov.bd লিংকে প্রবেশ করে আগের নিয়ম অনুযায়ী বেতন বিল সাবমিট করতে পারবেন।
এই লিংকে সোমবার পর্যন্ত প্রবেশ করে বেতন-ভাতার বিল জমা দেওয়া সম্ভব। রবিবার (২৬ অক্টোবর) মাউশির এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেলের এক প্রোগ্রামার এই তথ্য দেশের গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
মাউশি সূত্রে জানা গেছে, কারিগরি উন্নয়নের জন্য ইএমআইএস সেলের সার্ভার সাময়িক সময়ের জন্য বন্ধ রয়েছে। তবে ইএফটিতে বেতন বিল সাবমিটের জন্য নতুন লিংক দেওয়া হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানরা apps.emis.gov.bd এই লিংকে প্রবেশ করে আগের নিয়মে বেতন বিল সাবমিট করতে পারবেন।
আগামীকাল সোমবার মূল সার্ভার সচল করার ব্যাপারে আশাবাদী তারা।