ভারতীয়দের জন্য ভিসা

সাহসী পদক্ষেপ নিল বাংলাদেশ

ভারত

ভারতের ভিসা নিয়ে দেশটির আগ্রাসী সিদ্ধান্তের বিরুদ্ধে এবার বাংলাদেশও এক সাহসী পদক্ষেপ নিয়েছে। এরই অংশ হিসেবে দিল্লির বাংলাদেশ হাইকমিশনের পর এবার ত্রিপুরার আগরতলায় সহকারী হাইকমিশন এবং শিলিগুড়ির ভিসা সেন্টার থেকেও ভিসা প্রদান ও কনস্যুলার সেবা সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ।

সোমবার বিকালে দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশন সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। গত কয়েক দিন ধরে চলা কূটনৈতিক টানাপড়েনের মধ্যে বাংলাদেশ এই সিদ্ধান্ত নিয়েছে। এর আগে ঢাকায় ভারতীয় দূতাবাস সাময়িক ভিসা কার্যক্রম বন্ধ রাখে। চট্টগ্রাম মিশন থেকে অনির্দিষ্ট সময়ের জন্য ভিসা কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে ভারতীয় দূতাবাস। 

নয়াদিল্লিতে গত শনিবার বাংলাদেশ হাইকমিশনারের বাসভবনের সামনে একদল উগ্রবাদী বিক্ষোভ করে এবং হাইকমিশনারকে হুমকি দেয়। এ ঘটনায় তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছে ঢাকা। 

সোমবার (২২ ডিসেম্বর) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সংশ্লিষ্ট মিশনে এ সংক্রান্ত নোটিশ টানিয়ে দেওয়া হয়েছে।

জানা গেছে, আজ সোমবার পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্র ভাঙচুর করেছেন হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠনের সদস্যরা। বিশ্ব হিন্দু পরিষদ (বিএইচপি), হিন্দু জাগরণ মঞ্চ ও শিলিগুড়ি মহানগর সংগঠনের সদস্যরা এ হামলা চালায়। 

এর আগে, পরররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গিয়েছিল, দিল্লির বাংলাদেশ হাইকমিশন সব ধরনের ভিসা প্রদান ও কনস্যুলার সেবা বন্ধ করে দিয়েছে।