রাজধানীতে ককটেল বিস্ফোরণে যুবক নিহত

নিহত

শরীফ ওসমান হাদীর মৃত্যুর ১০ দিনের মাথায় এবার রাজধানীর মগবাজার ফ্লাইওভারের ওপর থেকে ছোড়া ককটেলের আঘাতে মো. সিয়াম(২১) নামের এক যুবক নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা ৭টার দিকে ফ্লাইওভারের ওপর থেকে ছোড়া ওই ককটেল নিচের মুক্তিযোদ্ধা গলির সামনের রাস্তা দিয়ে যাওয়ার সময় সিয়ামের মাথায় সরাসরি এসে লাগলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত সিয়াম মগবাজারের জাহিদ কার ডেকোরেশনের কর্মী ছিলেন। নাস্তা কেনার উদ্দেশ্যেই দোকান থেকে বের হয়েছিলেন তিনি। গ্রামের বাড়ি খুলনায় হলেও কর্মসূত্রে পরিবারের সঙ্গে মগবাজার এলাকাতেই বসবাস করতেন তিনি। 

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত সিয়াম রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলেন। এর মধ্যেই হঠাৎ করে ফ্লাইওভারের ওপর থেকে কে বা কারা একটি ককটেল নিক্ষেপ করে। সেটি এসে সিয়ামের মাথায় পড়ে। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে, রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপি’র হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মুর্তজা বলেন, ককটেল নিক্ষেপে একজনের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে সকলে কাজ করছে। 

বিষয়টি নিয়ে ডিএমপি’র রমনা বিভাগে উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম বলেন, কে বা কারা মগবাজার ফ্লাইওভার থেকে একটি ককটেল নিচে নিক্ষেপ করে। ধারণা করা হচ্ছে, ককটেলটি সরাসরি নিহত সিয়ামের মাথার ওপর পড়ে। এতে ওই  ঘটনাস্থলে তার মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। ডিসি বলেন, পুরো বিষয়টি নিয়ে আমরা তদন্ত করছি। তদন্তের পরই এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।