প্রার্থীতা ফিরে পেল আরো যে ৫৩ জন
- ১৩ জানুয়ারি ২০২৬, ২১:৪১
ছোটোখাটো সমস্যাগুলো মিটিয়ে প্রার্থীরা ফিরে পেলো আরো ৫৩ জন সংসদ সদস্য প্রার্থী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল শুনানির চতুর্থ দিনে তাঁরা প্রার্থিতা ফিরে পেয়েছেন।
মঙ্গলবার নির্বাচন কমিশনে (ইসি) দিনভর অনুষ্ঠিত শুনানিতে মোট ৭০টি আপিল আবেদন নিষ্পত্তি করা হয়। এর মধ্যে ১৭ জনের আবেদন নামঞ্জুর বা বাতিল ঘোষণা করা হয়েছে।
এদিন শুনানিতে ঋণখেলাপির অভিযোগে যশোর-৪ আসনে বিএনপির প্রার্থী টি এস আইয়ুবের আপিল নামঞ্জুর করে তাঁর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে। অন্যদিকে, একই অভিযোগে আগে বাতিল হওয়া ঢাকা-২ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আব্দুল হকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে কমিশন।
এ ছাড়া প্রার্থিতা ফিরে পেতে আবেদন করা বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ৮ প্রার্থীর আবেদনই বৈধ ঘোষণা করেছে ইসি।
গত চার দিনে মোট ২৮০টি আপিল আবেদনের শুনানির জন্য তালিকায় থাকলেও ২৬৮টি আবেদন নিষ্পত্তি করা হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, প্রথম দিন (শনিবার) ৫১ জন, দ্বিতীয় দিন (রবিবার) ৫৭ জন, তৃতীয় দিন (সোমবার) ৪১ জন এবং চতুর্থ দিন (মঙ্গলবার) ৫৩ জন প্রার্থী তাঁদের প্রার্থিতা ফিরে পেলেন।
রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানি আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে। এরপরই চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।