আইএলওর সহযোগিতা চাইলেন আইনমন্ত্রী

আইএলওর সহযোগিতা চাইলেন আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :
শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নে আইএলও মহাপরিচালকের সহযোগিতা চাইলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।


বুধবার (১৩মার্চ) সংবাদ মাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সুইজারল্যান্ডের জেনেভা সফররত আইন মন্ত্রী আনিসুল হক মঙ্গলবার (১২ মার্চ) আন্তর্জাতিক শ্রম সংস্থার মহাপরিচালক গিলবার্ট হোংবোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন।


বৈঠকে মন্ত্রী বাংলাদেশের শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নে গৃহীত পদক্ষেপসমূহ তুলে ধরেন এবং এ ক্ষেত্রে আন্তর্জাতিক শ্রম সংস্থার সহযোগিতা ও অংশীদারিত্ব অব্যাহত রাখার অনুরোধ জানান।


আইএলও মহাপরিচালক হোংবো বাংলাদেশ সরকারের গৃহীত পরিকল্পনা বাস্তবায়নে অগ্রগতির প্রশংসা করেন।
আইনমন্ত্রীর আমন্ত্রণে মহাপরিচালক ২০২৪ সালে বাংলাদেশ সফরের ইচ্ছা ব্যক্ত করেন।

বৈঠকে শ্রম প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম চৌধুরি , প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, জেনেভায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি, শ্রম সচিব ছাড়াও আন্তর্জাতিক শ্রম সংস্থার উর্দ্ধতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

এআর-১৩/৩/২৪

Share your comment :