ইমরান খানের স্ত্রী বুশরা বিবিকে কারাগারে স্থানান্তরের আদেশ

ইমরান খানের স্ত্রী বুশরা বিবিকে কারাগারে স্থানান্তরের আদেশ

আন্তর্জাতিক ডেস্ক:
ইমরান খানে স্ত্রী বুশরা বিবি গত কয়েক মাস ধরে গৃহবন্দি। অন্যদিকে আদিয়ালা কারাগারে ইমরান খান। তাই স্বামী যে কারাগারে আছেন সেখানে তাকে স্থানান্তরের আবেদন করেছিলেন বুশরা বিবি।

আদালত এবার তার পক্ষেই রায় দিয়েছেন। অর্থাৎ নিজেদের বাসভবন বানিগালা থেকে আদিয়ালা কারাগারে তাকে স্থানান্তরের আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (৮ মে) ইসলামাবাদের হাইকোর্ট এই আদেশ দেন। এর আগে ২ মে এ বিষয়ে শুনানি হয়। তবে ওই দিন রায় দেয়নি আদালত। এদিন তাকে কারাগারে স্থানান্তরের রায় দেন বিচারপতি মিয়াঙ্গুল হাসান আওরঙ্গজেব।

একই সঙ্গে এত দিন যে বানিগালাকে সাব-জেল হিসেবে ব্যবহার করা হয়েছে তাও বাতিল করেছেন আদালত।

তোশাখানা মামলায় সাজা হওয়ার পর ৩১ জানুয়ারি থেকে বানিগালায় গৃহবন্দি করে রাখা হয় ইমরানের স্ত্রী বুশরা বিবিকে। এরপর বাসভনটিকে সাব-জেল ঘোষণা করা হয়।সাইফার মামলায় ১০ বছরের কারাদণ্ড পাওয়ার পরদিনই বড় দুঃসংবাদ পান পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। কারণ তোশাখানা মামলায় তাকে ও তার স্ত্রী বুশরা বিবিকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন পাকিস্তানের একটি আদালত।

এআর-০৮/০৫/২৪

Share your comment :