ইসরায়েল গাজায় ‘গণহত্যা’ চালাচ্ছে : সৌদি যুবরাজ

ইসরায়েল গাজায় ‘গণহত্যা’ চালাচ্ছে : সৌদি যুবরাজ

বাংলাকণ্ঠ রিপোর্ট:
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের কর্মকাণ্ডকে ‘গণহত্যা’ বলে অভিহিত করে নিন্দা জানিয়েছেন সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান। মঙ্গলবার (১২ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।
মুসলিম ও আরব নেতাদের শীর্ষ সম্মেলনে সৌদি যুবরাজ এ কথা বলেন। এটিই গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ বিষয়ে প্রকাশ্যে সৌদি আরবের একজন কর্মকর্তার করা সবচেয়ে কঠোর সমালোচনা।
সম্মেলনে তিনি লেবানন ও ইরানের ওপর ইসরায়েলি হামলারও সমালোচনা করেছেন।
রিয়াদ ও তেহরানের মধ্যে সম্পর্কের উন্নতির দিকে ইঙ্গিত দিয়ে তিনি ইরানের মাটিতে হামলা চালানোর বিষয়ে ইসরায়েলকে সতর্ক করেছেন।
অধিকৃত পশ্চিম তীর ও গাজা থেকে পুরোপুরিভাবে ইসরায়েলি সেনা প্রত্যাহারের আহ্বান জানান সম্মেলনে উপস্থিত বিশ্বনেতারা। উপস্থিত অন্য নেতাদের সঙ্গে তিনিও ইসরায়েলি সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন।
এদিকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের বিরুদ্ধে গাজায় অনাহার সৃষ্টির অভিযোগ করে জানিয়েছেন, গাজায় যুদ্ধ বন্ধ না হওয়াা ‘আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যর্থতা’।
এএ/

Share your comment :