উড়োজাহাজ থেকে ফেলা ত্রাণ বাক্সের নিচে চাপা পড়ে ফিলিস্তিনি নিহত

উড়োজাহাজ থেকে ফেলা ত্রাণ বাক্সের নিচে চাপা পড়ে ফিলিস্তিনি নিহত

ডেস্ক রিপোর্ট :

উড়োজাহাজ থেকে ফেলা ত্রাণ বাক্সের নিচে চাপা পড়ে কমপক্ষে ৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।

শুক্রবার  ৮ মার্চ গাজার আল শাতি শরণার্থী শিবিরের কাছে এই দুর্ঘটনা ঘটে।

গাজার আল শিফা মেডিকেল কমপ্লেক্সের জরুরি বিভাগের প্রধান মুহাম্মদ আল শেখ হতাহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, আহত ব্যক্তিদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। তাদের আল শিফা মেডিকেল কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কয়েকটি উড়োজাহাজ থেকে আল শাতি শিবিরে ত্রাণভর্তি বস্তা পড়তে দেখেছিলেন বেশ কয়েক জন সাংবাদিক। তবে কোন দেশের উড়োজাহাজ থেকে সেগুলো ফেলা হয়, তা তারা নিশ্চিত হতে পারেননি।

গাজায় হামলার পাশাপাশি পুরো অঞ্চলটি অবরোধ করে রেখেছে ইসরায়েল। এতে উপত্যকাটিতে খাবার, পানি, জ্বালানি ও চিকিৎসার সরঞ্জামের তীব্র সংকট দেখা দিয়েছে। জাতিসংঘ বলছে, গাজায় অনাহারে মৃত্যুর সংখ্যা বাড়ছে।

এমন পরিস্থিতিতে সেখানে উড়োজাহাজ থেকে ত্রাণসামগ্রী ফেলছে  যুক্তরাষ্ট্র, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত এবং মিশর।

তবে গতকালের ত্রাণের চালানটি যুক্তরাষ্ট্র ফেলেনি বলে জানিয়েছে তারা 

তুলনামূলক অকার্যকর এবং ব্যয়বহুল এই ত্রাণ বিতরণ পদ্ধতির সমালোচনা করে আসছে গাজায় কাজ করা আন্তর্জাতিক সাহায্য সংস্থা গুলো।

এআর-৯/৩/২৪

Share your comment :