কামরাঙ্গীচরে দুর্ঘটনায় মাদরাসার ছাত্র নিহত

কামরাঙ্গীচরে দুর্ঘটনায় মাদরাসার ছাত্র নিহত

নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর কামরাঙ্গীচরে সড়ক দুর্ঘটনায় মাদরাসার ছাত্র নিহত। নিহত মাশরুফুল হাসান (১০) কামরাঙ্গীচর নুরিয়া মাদরাসায় নজরানাতে লেখাপড়া করতো। মাশরুফুল হাসান পরিবারের সঙ্গে কামরাঙ্গীচর ১০ তলা এলাকায় থাকতো। তার বাবা নাম মো. মামুন। নোয়াখালীর সেনবাগের স্থানীয় বাসিন্দা তারা।

নিহতের বাবা মামুন জানান, সকালে বাসা থেকে আলু কিনতে বের হয়েছিল মাশরুফুল। পরে সে সড়ক দুর্ঘটনায় মারা যায়। এই খবর পেয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গিয়ে তিনি তার ছেলের মরদেহ দেখতে পান। নিহতের স্বজনদের কাছ থেকে জানা যায়, মামুন দম্পতির তিন সন্তান, নিহত শিশু ছিল সবার বড়।

এর আগে রোববার (৩১ মার্চ) বেলা ১১টার দিকে কামরাঙ্গীরচর খালপাড় এলাকায় ইজিবাইকের ধাক্কায় গুরুতর আহত হয় ওই শিশুটি। পরে মুমূর্ষ অবস্থায় পথচারীরা শিশুটিকে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক বেলা পৌনে ১২টার দিকে মৃত ঘোষণা করেন। প্রথমে শিশুটির নাম ও ঠিকানা পাওয়া যায়নি, পরে নিহতের স্বজনরা হাসপাতালে এসে শিশুর মরদেহ শনাক্ত করে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

এআর-৩১/৩/২৪

Share your comment :