গাজীপুরে অটো চালককে পিটিয়ে হত্যা : গ্রেফতার ২
গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে অটোরিকশা চালককে পিটিয়ে হত্যার ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে কোনাবাড়ী আমবাগ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- আমবাগ এলাকার আজহার আলীর ছেলে আশিক বাবু (২৩) ও আমবাগ পূর্বপাড়া এলাকার মাসুদ রানার ছেলের আরাফাত হোসেন রাহাত (১৬)।
সোমবার দুপুরে জিএমপি কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন উপ-পুলিশ কমিশনার আবু তোরাব মোহাম্মদ শামসুর রহমান।
প্রেস ব্রিফিংয়ে জানা যায়, শনিবার সন্ধ্যা ৬টার কোনাবাড়ীর আমবাগ এলাকায় মোটরসাইকেল ও অটোরিকশার ধাক্কা লাগলে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে অটো ও মোটরসাইকেল আরোহীরা। পরে অটোরিকশাচালক মাসুদ রানাকে (৩৫) ঘটনাস্থলেই পিটিয়ে হত্যা করে মোটরসাইকেল চালক ও তার সঙ্গীরা।
নিহত অটোরিকশাচালক মাসুদ রানা ঝিনাইদহের মহেশপুর থানার আলমপুর এলাকার মৃত আলাল উদ্দিনের ছেলে।
নিহত মাসুদ রানার স্ত্রী সেলিনা বেগম বাদী হয়ে জিএমপি কেনাবাড়ী থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে দুইজনকে গ্রেফতার করে পুলিশ।
ঘটনার সঙ্গে জড়িত বাকিদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে বলেও জানান জিএমপি উপ-পুলিশ কমিশনার আবু তোরাব মোহাম্মদ শামসুর রহমান।
Share your comment :