চাঁদাবাজিতে বাড়ছে নিত্যপণ্যের দাম

চাঁদাবাজিতে বাড়ছে নিত্যপণ্যের দাম

নিজস্ব প্রতিবেদক:
ঢাকা-৬ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, ঢাকা শহরের কাঁচাবাজারগুলোতে টোল আদায়ের নামে চাঁদাবাজি করা হচ্ছে। এর ফলে বাড়ছে নিত্যপণ্যের দাম।

সোমবার রাজধানীর ওয়ারীর নরেন্দ্রনাথ বাসক লেনে ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের’ খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। সাঈদ খোকন বলেন, গরিব মানুষের কষ্ট লাঘব করতে প্রধানমন্ত্রী চাল-ডাল রেশনের ব্যবস্থা করেছেন। আমরাও খেটে খাওয়া মানুষের কষ্ট কমাতে কাজ করে যাচ্ছি।

আশা করি অল্প কিছুদিনের মধ্যে দ্রব্যমূল্য সাধ্যের মধ্যে চলে আসবে। সরকারের অনেক অর্জন রয়েছে। কিন্তু কিছু দুষ্ট লোকের কারণে সেগুলো ম্লান হয়ে যায়। ঢাকা শহরে ট্রাক থেকে মুরগি-সবজি নামাতে চাঁদা দিতে হয়। বিক্রি করা থেকে বহন করা, সবখানেই চলে এই চাঁদাবাজি।

ঢাকার বিভিন্ন কাঁচাবাজারের এসব চাঁদাবাজিই দ্রব্যমূল্য বাড়িয়ে দিচ্ছে। এসব কাজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্জন এবং সুনাম ধুলায় মিশিয়ে দিচ্ছে।

চাঁদাবাজি বন্ধে পুলিশকে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, খুব দ্রুত এই অরাজকতা বন্ধ করতে হবে। যে কাজে মানুষের কষ্ট হয় সে কাজ শেখ হাসিনা কখনোই মেনে নেবেন না।

এআর-১৪/০৫/২৪

Share your comment :