চাদের বিরোধী নেতা বন্দুক যুদ্ধে  নিহত

চাদের বিরোধী নেতা বন্দুক যুদ্ধে  নিহত

আন্তর্জাতিক ডেস্ক :

ইয়ায়া ডিলোর পার্টির সদর দফতরের কাছে এন’জামেনায় প্রচণ্ড বন্দুকযুদ্ধের একদিন পরে এই ঘোষণা আসে।দেশটির সরকারি আইন কর্মকর্তা ওমর মুহামাত কেদেলাই এ তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি আরও জানান, রাজধানী এন’জামেনায় জাতীয় রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থার (এএনএসই) উপর হামলার নেতৃত্ব দেওয়ার সময় তিনিসহ আরও কয়েকজন নিহত হন।

গত বুধবার ডিলোর সোশ্যালিস্ট পার্টি উইদাউট বর্ডারস (পিএসএফ) সদর দফতরের কাছে এন’জামেনায় ভারী গুলির শব্দ শোনা গেছে বলে একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন। আগামী ৬ মে দেশটিতে রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে, নিহত  ডিল্লো, বর্তমান রাষ্ট্রপতি মহামত ইদ্রিস ডেবি ইতনোর চাচাতো ভাই এবং নির্বাচনে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী ছিলেন।তার দলের সদর দফতরের দিকে তিনি পিছু হটছিলেন সে অবস্থায় তিনি নিহত হন বলে জানিয়েছেন, দেশটির যোগাযোগমন্ত্রী আবদেরামান কোলামাল্লাহ।  

Share your comment :