ট্রান্সকমের ৩ কর্মকর্তার রিমান্ড

ট্রান্সকমের ৩ কর্মকর্তার রিমান্ড

নিজস্ব প্রতিবেদক:
অর্থ আত্মসাৎ, সম্পত্তি দখল ও হত্যা আলাদা দুই মামলায় ট্রান্সকম গ্রুপের তিন কর্মকর্তাকে রিমান্ডে পাঠিয়েছে আদালত। তবে জামিন পেয়েছেন চেয়ারম্যান শাহনাজ রহমান, সিইও সিমিন রহমানসহ ৬ জন।

রোববার বিকালে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রশিদুল আলমের আদালত এই আদেশ দেন। রিমান্ডে যাওয়া আসামিরা হলেন— ট্রান্সকম গ্রুপের করপোরেট ফাইন্যান্সের পরিচালক আব্দুল্লাহ আল মামুন, ব্যবস্থাপক আবু ইউসুফ মো. সিদ্দিক ও অ্যাসিস্ট্যান্ট কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ মোসাদ্দেক।

ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমানের মৃত্যুর পর প্রতিষ্ঠানটির উত্তরাধিকার নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন দুই বোন সিমিন রহমান ও শাযরেহ হক। সম্পত্তি দখল, আত্মসাতের অভিযোগে ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান মা শাজনাজ রহমান, বড় বোন ট্রান্সকমের সিইও সিমিন রহমানসহ বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে একাধিক মামলা করেন শাযরেহ হক।

অন্যদিকে লতিফুর রহমানের ছেলে আরশাদ ওয়ালিউর রহমানকে সম্পত্তির লোভে হত্যার অভিযোগ এনে সিমিন রহমানসহ ১১ জনের বিরুদ্ধে আরেকটি মামলাও করেন বোন শাযরেহ হক। এ মামলাতেও হাজির হয়ে জামিন পান সিমিনসহ আসামিরা।

এআর-২১/০৪/২৪

Share your comment :