জলবায়ু সম্মেলনে বিশ্বের শীর্ষ নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

জলবায়ু সম্মেলনে বিশ্বের শীর্ষ নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

বাংলাকন্ঠ রিপোর্ট:
আজারবাইজানের রাজধানী বাকুতে জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনে (কপ-২৯) অংশ নিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
সম্মেলনের ফাঁকে তিনি বিভিন্ন দেশের সরকার প্রধানদের সঙ্গে সাক্ষাৎ ও বৈঠক করছেন। মঙ্গলবার মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মাদ বিন জায়েদ আল নাহিয়ান এবং বসনিয়া ও হার্জেগোভিনার প্রেসিডেন্ট ডেনিস বেসিরোভিচের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
সম্মেলনে লিখটেনস্টাইনের প্রধানমন্ত্রী ড্যানিয়েল রিশ এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
গতকাল সোমবার (১১ নভেম্বর) বাংলাদেশ সময় বেলা ১১টায় আজারবাইজানের উদ্দেশে দেশ ছাড়েন প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীরা। ১১ থেকে ১৪ নভেম্বর আজারবাইজানে অবস্থান করবেন প্রধান উপদেষ্টা।
কপ-২৯ সম্মেলনের বিভিন্ন ফোরামে বক্তব্য রাখবেন ড. উনূস। বিশ্বের বিভিন্ন েশের সরকার প্রধান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ যে বিশ্ব জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে, সেটি তুলে ধরা হবে এই সম্মেলনে।
এএ/

Share your comment :