তিন শতাধিক কোম্পানির শেয়ারের দর পতনে দিশেহারা বিনিয়োগকারীরা

তিন শতাধিক কোম্পানির শেয়ারের দর পতনে দিশেহারা বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবেদক : কিছুতেই থামছে না পুঁজিবাজারে দরপতন। এ যেন রীতিমত নিয়ম হয়েই দাড়িয়েছ। বিশেষ করে গত দশদিন টানা দরপতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে দেশের প্রধান পঁজিবাজার। টানা দরপতনে পুঁজি নিয়ে শঙ্কায় সাধারণ বিনিয়োগকারীরা এখন অনেকটাই দিশেহারা হয়ে পড়েছেন।

গতকাল সূচক কিছুটা বাড়লেও হতাশা কাটেনি। আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে দর কমেছে তিন শতাধিক কোম্পানির শেয়ার দর। সেই সাথে লেনদেনও কমেছে।

বাজার বিশ্লেষণ করলে দেখা যায়, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৫৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ১১২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৩৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১২ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৯৪ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩৯৬ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৬ টির, দর কমেছে ৩০৪ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৪৬ টির।

ডিএসইতে ৭০৩ কোটি ৭০ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ২৬ কোটি ৬৯ লাখ টাকা কম। এর আগের দিন লেনদেন হয়েছিল ৭৩০ কোটি ৩৯ লাখ টাকা ।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৯৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৫৫০ পয়েন্টে।

সিএসইতে ২৩৬ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৪৪ টির দর বেড়েছে, কমেছে ১৭০ টির এবং ২২ টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১১ কোটি ২০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Share your comment :