‘দিন দিন আমরা একটি কর্তৃত্ববাদী ব্যবস্থার দিকে যাচ্ছি’
নিজস্ব প্রতিবেদক:
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, ‘দিন দিন আমরা একটি কর্তৃত্ববাদী ব্যবস্থার দিকে যাচ্ছি। গণতান্ত্রিক ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে জনগণের ভোটাধিকার। কিন্তু সেই অধিকার আজ সর্বজনীন নেই। আমাদের নিম্নমুখী দায়বদ্ধতা যতটুকু ছিল, তা–ও লোপ পেয়েছে।
সমান্তরাল দায়বদ্ধতা সৃষ্টির জন্য জাতীয় সংসদ কাজ করে। কিন্তু বর্তমান জাতীয় সংসদ একমুখী—একটি দলের, ফলে গণতন্ত্রর সব বৈশিষ্ট্য লোপ পেয়েছে। এর ফলে দুর্নীতি, দুর্বৃত্তায়ন চলছে। এমন অবস্থা অব্যাহত থাকলে তা আরও ভয়াবহ আকার নিতে পারে। পরবর্তী প্রজন্মের জন্য আমাদের উচিত এই ব্যবস্থাকে রোধ করে একটি জবাবদিহিমূলক সামাজিক ও রাষ্ট্রীয় কাঠামো নির্মাণে সবার সক্রিয় ভূমিকা রাখা।’
শুক্রবার বরিশালে সুজনের বিভাগীয় মতবিনিময় সভায় বদিউল আলম মজুমদার এমন মন্তব্য করেন। সকাল সাড়ে ১০টায় নগরের সদর রোডে বিডিএস মিলনায়তনে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। বেলা আড়াইটা পর্যন্ত এই মতবিনিময় সভা চলে। এতে বরিশাল বিভাগের বরগুনা ছাড়া বাকি পাঁচ জেলা ও মহানগর এবং উপজেলার প্রতিনিধিরা অংশ নেন।
এআর-২৬/০৪/২৪
Share your comment :