নাগরিক তথ্যভাণ্ডার বেসরকারি খাতে দেওয়ার প্রতিবাদ

নাগরিক তথ্যভাণ্ডার বেসরকারি খাতে দেওয়ার প্রতিবাদ

নিজস্ব প্রতিবাদ:
নাগরিকদের তথ্যভাণ্ডার বেসরকারি খাতে তুলে দেওয়ার প্রতিবাদ জানিয়েছেন বিশিষ্টজনেরা। বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, নাগরিকদের তথ্য বেসরকারি খাতে তুলে দেওয়া আত্মঘাতি সিদ্ধান্ত।

শনিবার রাজধানীর একটি হোটেলে ঐ সংবাদ সম্মেলন আয়োজিত হয়।এ সময় সিপিবির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন,সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ তানভীর জোহা বলেন, এর মাধ্যমে নাগরিকদের অর্থের নিরাপত্তার সাথে সাথে ভূমি এবং তার সম্পদের নিরাপত্তার ঝুঁকি তৈরি করবে। বিশ্বের কোনো দেশেই নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেসরকারি খাতে দেওয়ার নজির নেই।

সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, সংবিধানের ৪৩ এর (খ) ধারায় নাগরিকের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার নিশ্চয়তা নিশ্চিত করার কথা বলা রয়েছে। বর্তমানে প্রায় ১৯ কোটি ২৬ লাখ সক্রিয় সিমের তথ্য মোবাইল অপারেটরগুলো নির্বাচন কমিশনের থেকে কেবল ৫ টাকা চার্জে যাচাই করতে পারছেন। কিন্তু গণমাধ্যম এবং অপারেটর সূত্রে জানতে পারছি, এই তথ্য বেসরকারি প্রতিষ্ঠানের কাছ থেকে সংগ্রহ করতে তাদের গুনতে হবে ১০ টাকা।

দিনশেষে এই অতিরিক্ত অর্থ গ্রাহকদের থেকেই আদায় করা হবে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুবক্কর সিদ্দিক, সহসভাপতি লায়ন সাব্বির আহমেদ হাজরা, সুপ্রিম কোর্টের আইনজীবী তানজিলাসহ অন্যান্যরা।

এআর-২০/০৪/২৪

Share your comment :