নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে বর্তমান সরকার ব্যর্থ : মান্না

নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে বর্তমান সরকার ব্যর্থ : মান্না

নিজস্ব প্রতিবেদক :

বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে বর্তমান সরকার ও সরকারে মন্ত্রীরা ব্যর্থ বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

তিনি সরকারের মন্ত্রীদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে বলেছেন, যার রাখাল হওয়ারও যোগ্যতা নেই, সে মন্ত্রী হয়ে বসে রয়েছে।

রোববার (১০ মার্চ) ‘দেশের অর্থনৈতিক বিপর্যয়, প্রবাসীদের ভাবনা, সংকট ও সুরক্ষা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে এ আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ।

আলোচনা সভায় মাহমুদুর রহমান মান্না আরো বলেন, ক্ষমতায় যারা আছে তারা সাধারণ মানুষকে ভালোবাসে না। এখানে যারা অন্ধ তারাই সবচেয়ে বেশি চোখে দেখে। বলে খেজুর খাওয়ার দরকার নেই, বরই খাও। তার তো রাখাল হওয়ারও যোগ্যতা নেই, সে মন্ত্রী হয়ে বসে আছে।

সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন, বাজারে আগুন লেগেছে সরকার কিছুই করতে পারে না। দ্রব্যমূল্য নিয়ে প্রধানমন্ত্রী বলেন, যারা মজুদ করে তাদের গণপিটুনি দাও। কিন্তু যারা দামের প্রতিবাদ করেছে তাদেরই গণপিটুনি দিয়েছে। জেলখানায় মানুষ মারা যাচ্ছে, সরকার বলছে জন্মালে তো মরবেই। এমন একটি সরকার ক্ষমতায় বসে আছে।

Share your comment :