পরিবহনে চাঁদা আদায়ের অভিযোগে আটক তিন

পরিবহনে চাঁদা আদায়ের অভিযোগে আটক তিন

নিজস্ব প্রতিবেদক :
অবৈধভাবে চাঁদা আদায় করার সময় রাজধানীর শ্যামপুর থেকে তিন জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

শুক্রাবার (১৫ মার্চ) সংবাদ মাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরে র‌্যাব-১০ গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার শ্যামপুর এলাকায় অভিযান পরিচালনা করে।
এসময় ট্রাক, কাভার্ড ভ্যান, লরি ও সিএনজিসহ বিভিন্ন পরিবহন হতে অবৈধভাবে চাঁদা আদায় করায় ৩ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, মো. মনির হোসেন, মো. সানি বেপারী, মো. পারভেজ হোসেন। এসময় তাদের কাছ থেকে আদায়কৃত চাঁদার টাকাসহ ২টি লাঠি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তিরা রাজধানীর শ্যামপুরসহ আশপাশের বিভিন্ন এলাকায় আন্তঃজেলা ট্রাক, কাভার্ড ভ্যান, লরি ও সিএনজিসহ বিভিন্ন পরিবহনের ড্রাইভার ও হেলপারদের সঙ্গে অশোভন আচনের মাধ্যমে ক্ষয়ক্ষতি ও ভয়ভীতি দেখিয়ে অবৈধভাবে জোরপূর্বক চাঁদা আদায় করে।

এআর-১৫/৩/২৪

Share your comment :