প্রাণের কারখানায় অগ্নিকাণ্ড, নারী শ্রমিকের মৃত্যু

প্রাণের কারখানায় অগ্নিকাণ্ড, নারী শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

হবিগঞ্জে প্রাণ কোম্পানির চিপস কারখানার আগুন প্রায় চার ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। আগুনে নাজমা আক্তার (৩৫) নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ৩৮ জন।

এর আগে বুধবার (১০ এপ্রিল) বিকেল প্রাণ-আরএফএল গ্রুপের হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে এ অগ্নিকাণ্ড ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুরে প্রাণ-আরএফএল গ্রুপের হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে প্রাণ চিপস কারখানার ১৩নং ভবনে আগুন দেখতে পান প্রত্যক্ষদর্শী ও শ্রমিকরা। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকার বেশি হবে বলে ধারণা করছেন শ্রমিকরা।

বিষয়টি নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন জানান, প্রাণের চিপস কারখানায় আগুন লেগে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ৩৮ জন। হবিগঞ্জের জেলা প্রশাসক জিলুফা রহমান ও পুলিশ সুপার আক্তার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

হবিগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবুল কালাম আজাদ জানান, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এখনো জানা যায়নি। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। ধারণা করা হচ্ছে, বৈদুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

এআর-১১/০৪/২৪

twitter sharing button
messenger sharing button
sharethis sharing button

Share your comment :