বার্লিনে বিশ্বসংস্কৃতির মহামিছিল

বার্লিনে বিশ্বসংস্কৃতির মহামিছিল

আন্তর্জাতিক ডেস্ক:

বার্লিনের রাজপথ আবার বর্ণিল হলো নানা জাতিসত্তার মানুষের মিলনমেলায়। আকাশে ছিল রোদ-বৃষ্টির খেলা, তবু দমে যাননি ঐতিহ্যবাহী রঙিন জমকালো পোশাকে সজ্জিত সংস্কৃতিকর্মীরা।

বার্লিনে রাজপথে নেমে এসেছিল যেন বিশ্বসংস্কৃতির মহামিছিল। এটা ছিল বার্লিনের আন্তসংস্কৃতি কার্নিভ্যাল। এবার ২৬ বছরে পড়ল বার্লিনের আন্তসংস্কৃতি কার্নিভ্যাল। জার্মান ভাষায় পোশাকি নাম ‘কার্নিভ্যাল ডের কলটুর’। শুরুটা ছিল ১৯৯৬ সালে। জার্মানিতে থাকা বিদেশিদের প্রতি বিদ্বেষের বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ জানাতেই এ উৎসব চালু হয়।

সেই প্রতিবাদী সংস্কৃতির মিছিল এখন বিশ্বসংস্কৃতির মহামিছিলে পরিণত হয়েছে। তবে সেই প্রতীকী প্রতিবাদের আবেদন এখনো ফুরিয়ে যায়নি, বরং বেড়েছে। জার্মান তথা ইউরোপে ধর্ম-বর্ণ-অভিবাসীবিরোধী ও জাতীয়তাবাদী কট্টরপন্থীদের রুখতে তাই বিশ্বসংস্কৃতির মহামিছিল আরও উচ্চকিত।

রোববার বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে–ছিটিয়ে থাকা নানা জাতির ভিন্ন ভিন্ন সংস্কৃতির মিলনমেলায় পরিণত হয়েছিল বার্লিনের রাজপথ। যেমন ছিল দক্ষিণ ইউরোপের ব্রাজিল, পেরু, বলিভিয়ার অংশগ্রহণকারীরা, আবার আফ্রিকার নানা দেশ এবং ক্যারিবিয়ান দেশগুলো প্রতিনিধিরা। আর ছিল এশিয়ার নানা দেশের ৬০টি সাংস্কৃতিক দল। বিভিন্ন সংস্কৃতির মানুষের বর্ণাঢ্য জমকালো পোশাক আর গানবাজনার তালে বার্লিন হয়ে উঠেছিল ছন্দময়, বর্ণিল।

এই বিশ্ব মহামিছিলে ছিল বাংলাদেশ। ছিল বাংলাদেশের লোকসংস্কৃতির গান আর নাচ। সঙ্গে ছিল বাঙালিদের শুভানুধ্যায়ী জার্মানরা। নীল আকাশের নিচে বার্লিন শহরের প্রাণকেন্দ্র মেরিংডাম থেকে হারমান স্কয়ার পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার রাস্তাজুড়ে যেন বিশ্বসংস্কৃতির মেলা বসেছিল।

রাজপথের দুই দিক থেকে ৬৫০ হাজার মানুষ করতালি আর সমস্বরে আনন্দধ্বনি দিয়ে পুরো পরিবেশ উৎসবমুখর করে তোলে। বাঙালি জাতিসত্তার অসাম্প্রদায়িক সাংস্কৃতিক ধারণা ও বর্ণবাদের বিরুদ্ধে প্রতিবাদ করতেই বাঙালিদের এই উদ্যোগ। বার্লিন তথা জার্মানপ্রবাসী বাঙালিরা দীর্ঘদিন থেকেই এই মহাযাত্রার অন্যতম শরিক।

আর এবারের যাত্রায় বাঙালিদের মূল বিষয় ছিল ধর্মীয় মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে দক্ষিণ এশিয়া। সেই ২০০২ সাল থেকেই প্রবাসী বাঙালিরা, বার্লিনের বিশ্বসংস্কৃতির মহাযাত্রার সহযাত্রী হয়েছেন।

বার্লিনের আন্তসংস্কৃতি কার্নিভ্যালের মূল অনুষ্ঠানের আগের দিন ১৮ মে শিশু–কিশোরদের জন্য আয়োজিত কার্নিভ্যালে এই প্রথম বাঙালি শিশু–কিশোরেরা অংশ নিয়ে নজর কেড়েছে। শিশু–কিশোরদের মঞ্চ অনুষ্ঠান পুরস্কার জিতে নিয়েছে।

এআর- ২০/০৫/২৪

Share your comment :