ভারতের অন অ্যারাইভাল ভিসা চায় ঢাকা

ভারতের অন অ্যারাইভাল ভিসা চায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক :

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ভারতের হাই-কমিশনারের কাছে আমরা ভিসা সরলীকরণের বিষয়ে একটা প্রস্তাব রেখেছি। ভারতের সঙ্গে সম্পর্কের উষ্ণতা আরও বাড়বে, যদি আমরা অন অ্যারাইভাল ভিসাটা পেয়ে যাই। সে ক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া থাকতে পারে।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুই বাংলার বিশিষ্টজনদের নিয়ে ভারত-বাংলাদেশ মৈত্রী সংঘের আয়োজনে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও বাঙালির আত্মত্যাগ’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন খালিদ মাহমুদ চৌধুরী। কলকাতার ঐতিহাসিক বেঙ্গল ক্লাবে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

বক্তব্যে নৌ প্রতিমন্ত্রী আরও বলেন, আমরা এখন নৌপথে যাতায়ত করছি। ঢাকা থেকে কলকাতা পর্যন্ত নৌ পথে প্রতিদিনই যাত্রী আসা-যাওয়া করছে। ৩ মার্চ কলকাতা থেকে ঢাকার উদ্দেশ্যে একটি জাহাজ যাবে। যত দিন যাচ্ছে, ততই এই নৌপথে যাতায়াত জনপ্রিয় হচ্ছে।

তিনি আরও বলেন, বাংলাদেশের কোনো নাগরিক অসুস্থ হলে ভারতে আসার সময় ভিসা জটিলতা দেখা দেয়। কিছু ক্রাইটেরিয়া করে দিয়ে যদি আমরা এই ভিসা সরলীকরণ করতে পারি, তাহলে সবাই উপকৃত হবে।

এজেড-০১-০৩-২৪

Share your comment :