ভৈরবে লঞ্চে উঠতে গিয়ে পানিতে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

ভৈরবে লঞ্চে উঠতে গিয়ে পানিতে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় লঞ্চে উঠতে গিয়ে পানিতে পড়ে আল ইসলাম (৩০) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

সোমবার (২২ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে ভৈরব বাজার লঞ্চ টার্মিনালে এ ঘটনা ঘটে।
নিহত আল ইসলাম ভৈরব পৌরসভার চণ্ডিবের এলাকার আলাউদ্দিনের ছেলে। তিনি স্কলারশিপ নিয়ে জার্মানিতে গিয়ে পড়াশোনা করে এসেছিলেন। তার বাবা ভৈরব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্কলারশিপ নিয়ে পড়াশোনা করতে প্রায় দেড় বছর আগে জার্মানিতে যান আল ইসলাম। পরিবার-পরিজনের সঙ্গে ঈদ করার জন্য গত ৮ এপ্রিল জার্মান থেকে ছুটিতে দেশে আসেন তিনি।

সোমবার ২২ এপ্রিল রাত সাড়ে ৮টার দিকে ভৈরব বাজার লঞ্চ টার্মিনালে লঞ্চে উঠতে গিয়ে পা পিছলে নদীতে পড়ে যান আল ইসলাম। দুর্ঘটনার খবর পেয়ে ভৈরব নৌপুলিশ ইউনিট ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর মুমূর্ষু অবস্থায় আল ইসলামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

ভৈরব নৌপুলিশ ইউনিটের উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এআর-২৩/০৪/২৪

Share your comment :