মধ্যবর্তী নির্বাচন নিয়ে যা বললেন ওবায়দুল কাদের

মধ্যবর্তী নির্বাচন নিয়ে যা বললেন ওবায়দুল কাদের


ডেস্ক রিপোর্ট :
সংসদের বাইরের প্রধান বিরোধী দল বিএনপির মধ্যবর্তী নির্বাচনের দাবিকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন ক্ষমতাসীন দল। দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন ‘মধ্যবর্তী নির্বাচন কি মামা বাড়ির আবদার?
রোববার সকালে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, কুমিল্লা ও ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনসহ ২৩১টি স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন হয়েছে। ৬০ শতাংশ মানুষ ভোট দিয়েছেন। এই নির্বাচনে আবার প্রমাণিত শেখ হাসিনার হাতেই এদেশের গণতন্ত্র নিরাপদ।
আ’লীগ সাধারন সম্পাদক বলেন, এমন অবাধ নির্বাচনের পরও নির্বাচন নিয়ে সরকারের বিপক্ষে কথা বলার কোনো যৌক্তিকতা থাকে না। অনেক জায়গায় বিএনপি নেতারা অংশগ্রহণ করে নির্বাচিত হয়েছেন। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বিএনপির বাস্তবতার সঙ্গে কোনো যোগসূত্র নেই।

Share your comment :