মুক্তিযুদ্ধের আদর্শ রক্ষা হয়নি: মঈন খান
নিজস্ব প্রতিবেদক:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেছেন, যে উদ্দেশ্য ও আদর্শ নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছে, তা রক্ষা হয়নি।
মঙ্গলবার (২৬ মার্চ) স্বাধীনতা দিবসে সাভারে জাতীয় স্মৃতি সৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই মন্তব্য করেন।
ড. মঈন খান বলেন, যে উদ্দেশ্য ও আদর্শ নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছে, তা রক্ষা হয়নি। ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জিয়াউর রহমান। সেই সঙ্গে যুদ্ধে অংশ নিয়েছেন, কলকাতায় পালিয়ে যাননি।
বর্তমান সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না উল্লেখ করে বিএনপি সদস্য বলেন, এ সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না বলে একদলীয় শাসন কায়েম করেছে। দেশে মেগা উন্নয়নের নামে মেগা দুর্নীতি চলছে বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা। ক্ষমতা আকড়ে থাকতে লক্ষাধিক বিএনপি নেতা-কর্মীর নামে মিথ্যা মামলা দেয়ার অভিযোগ করেন মঈন খান।
এআর-২৬/৩/২৪
Share your comment :