মেহেরপুরে ভোক্তা অধিকারের অভিযান, লাখ টাকা জরিমানা

মেহেরপুরে ভোক্তা অধিকারের অভিযান, লাখ টাকা জরিমানা

মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুরের গাংনীতে আমিন মিষ্টান্ন ভান্ডারকে এক লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক সজল আহমেদ।

মেহেরপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক সজল আহমেদ জানান, নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও মোড়ক জাতকরণের বিধি না মেনে মিষ্টি বিক্রি হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সত্যতা পায়।

অভিযানে আমিন মিষ্টান্ন ভান্ডারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক, গাংনী উপজেলা সেক্রেটারি ইন্সপেক্টর মশিউর রহমান উপস্থিত ছিলেন।

এআর-১৫/০৫/২৪

Share your comment :