শিকাগোতে ইসরাইলবিরোধী বিক্ষোভ থেকে গ্রেপ্তার ৬৮
আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ছড়িয়ে পড়া ইসরায়েলবিরোধী বিক্ষোভে ধরপাকড় অব্যাহত রেখেছে মার্কিন প্রশাসন। এবার ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগো শহরের ‘শিকাগো আর্ট ইনস্টিটিউট’ এর বিক্ষোভ থেকে ৬৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, কলাম্বিয়া কলেজ এবং শিকাগোর স্কুল অব আর্ট ইনস্টিটিউটের শিক্ষার্থীদের স্থাপন করা ক্যাম্পে হানা দেয় স্থানীয় পুলিশ। বিক্ষোভকারীদের স্থাপন করা তাঁবু গুড়িয়ে দিয়ে সেখান থেকে অন্তত ৬৮ জনকে গ্রেপ্তার করা হয়।
এবিসি৭ টেলিভিশন জানিয়েছে, “ছয় দিন ধরে এই আন্দোলন অব্যাহত রেখেছিল শিক্ষার্থীরা। তবে এই প্রথম ফিলিস্তিনিপন্থী ওই শিবিরে পুলিশ এভাবে চড়াও হল।”
এআর-০৫/০৫/২৪
Share your comment :