মালদ্বীপ থেকে ভারতীয় সেনা প্রত্যাহার

মালদ্বীপ থেকে ভারতীয় সেনা প্রত্যাহার

আন্তর্জাতিক ডেস্ক :

মালদ্বীপ থেকে সৈন্য প্রত্যাহার শুরু করেছে ভারত। মঙ্গলবার (১২ মার্চ) মালদ্বীপভিত্তিক দৈনিক মিহারুর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

মালদ্বীপভিত্তিক দৈনিক মিহারু জানায়, আদ্দুর দক্ষিণতম প্রবালপ্রাচীরে মোতায়েন ২৫ জন ভারতীয় সেনা গত ১০ মার্চ মালদ্বীপ ছেড়ে চলে গেছে। এর মধ্য দিয়ে ভারত আনুষ্ঠানিকভাবে সেনা প্রত্যাহার শুরু করেছে। বাকিদের আগামী ১০ মে-এর মধ্যে ফিরিয়ে নেয়া হবে।

এনডিটিভি বলেছে, মালদ্বীপ থেকে আনুষ্ঠানিকভাবে সেনা প্রত্যাহার শুরুর বিষয়ে মালদ্বীপ বা ভারতীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। তবে মিহারু জানায়, মালদ্বীপের জাতীয় প্রতিরক্ষা বাহিনী সূত্রে তারা এই তথ্য নিশ্চিত হয়েছে।

এর আগে গত সপ্তাহে মালদ্বীপ চীনের সাথে একটি সামরিক সহায়তা চুক্তি স্বাক্ষর করেছে।

প্রসঙ্গত, প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু সেপ্টেম্বরে ক্ষমতায় আসেন। তিনি নির্বাচনী ইশতেহারে মালদ্বীপের সামুদ্রিক সীমান্তে টহল দেয়ার জন্য মোতায়েন করা ভারতীয় নিরাপত্তা কর্মীদের বের করে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

এআর-১২/৩/২৪

Share your comment :