সংস্কৃতি মন্ত্রণালয়ের সার্চ কমিটি গঠন
বাংলাকণ্ঠ রিপোর্ট:
আটজন চলচ্চিত্র নির্মাতা নির্বাচনের জন্য কমিটি সার্চ গঠন করেছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়।
রোববার (২৪ নভেম্বর) মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী মন্ত্রণালয়ের সাতটি অগ্রাধিকারমূলক কর্মসূচি ঘোষণা করেছেন। এ ঘোষণার আলোকে আটটি বিভাগীয় শহরে ওয়ার্কশপ, ফিল্ম মেকিং পরিচালনা এবং আটটি কনটেন্ট নির্মাণের জন্য আটজন নির্মাতাকে নির্বাচন করার জন্য একটি সার্চ কমিটি গঠন করা হয়েছে।
সার্চ কমিটির আহ্বায়ক সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাফরিজা শ্যামাসহ বেসরকারি খাত থেকে বিশেষজ্ঞ হিসেবে আছেন সাহিত্যিক ও গণযোগাযোগ শিক্ষক সুমন রহমান, চলচ্চিত্র পরিচালক তানিম নূর এবং চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক আদনান আল রাজিব।
এছাড়া কমিটিতে মন্ত্রিপরিষদ বিভাগ, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিনিধি-সহ বাংলাদেশ শিল্পকলা একাডেমর মহাপরিচালক সদস্য হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন।
এএ/
Share your comment :