সৈয়দপুরে সেমাই তৈরির কারখানায় আগুন
নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুরে বিসিক শিল্পনগরীতে অবস্থিত একটি সেমাই ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। মঙ্গলবার (২ এপ্রিল) দিনগতরাত ১টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
এতে কারখানাটির সব মালামাল ও ঈদের জন্য তৈরি সেমাই পুড়ে যায়।
এলাকাবাসী জানান, রোজী ফুড কর্নার নামে একটি লাচ্ছা সেমাই তৈরির কারখানার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
সৈয়দপুর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ হামিদুর রহমান জাগো নিউজকে জানান, অগ্নিকাণ্ডের খবরে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আমাদের তিনটি ইউনিট আগুন নেভাতে কাজ করেছে। ক্ষয়ক্ষতি নিরুপণের কাজ চলমান।
এআর-০৩/০৪/২৪
Share your comment :